দেওয়ানী মামলা কি?
কোন বিষয়ে অধিকারের দাবি বা ক্ষতিপূরণের দাবির জন্য যে মামলা করা হয় তাকে দেওয়ানী মামলা বলে।
নিচের মামলাগুলি দেওয়ানী মামলাঃ
দেওয়ানী মামলা কোথায় ও কিভাবে দায়ের করা যায় ?
দেওয়ানী মামলাগুলো ধরণ বুঝে বিভিন্ন আদালতে করতে হয়। যে মামলা যে আদালতে করার নিয়ম আছে, সেই আদালতের কর্মকর্তার কাছে আবেদন করে মামলাটি করা যায়। জমি-জমা সম্পর্কিত মামলাগুলো সাধারণত জেলা জজ আদালতের সহকারী জজ আদালত অথবা যুগ্ম জেলা জজ আদালতে দায়ের করতে হয়। পারিবারিক বিরোধের মামলা পারিবারিক আদালতে দায়ের করতে হয়। যিনি মামলা করার আবেদন করেন তিনি বাদী, আর যার বিপক্ষে মামলা করেন তিনি বিবাদী। বাদীর আবেদনের পর আদালত সমন দেন। সমনের পর বিবাদী লিখিত জবাব দেন। এরপর আদালত বাদী এবং বিবাদী দুই পক্ষকে আদালতে ডেকে তাদের অভিযোগ এবং জবাব শোনেন। সবশেষে আদালত তার রায় বা মামলার ফলাফল জানান।
একটি দেওয়ানী মামলায় সাধারণত কি কি দলিলপত্র প্রয়োজন হয় ?
দেওয়ানী মামলার ক্ষেত্রে জেলা লিগ্যাল এইড অফিসে কি কি সহায়তা বিনামূল্যে পাওয়া যায় ?
যাদের বাৎসরিক আয় ১০০,০০০/-(এক লক্ষ) টাকার বেশি নয় তারা জেলা লিগ্যাল এইড অফিস থেকে সরকারি খরচে যেসব সহায়তা পাবেন-
দেওয়ানী মামলার ধাপসমূহ:
দেওয়ানী মামলার জন্য প্রয়োজনীয় দলিলপত্র:
দলিলের নাম |
বিবরণ |
যেখানে পাওয়া যাবে |
মূল দলিল |
জমি কেনার সময়ে যে দলিল সম্পাদিত হয় |
সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিস |
বায়া দলিল |
মালিকানার ধারাবাহিকতা প্রমাণের জন্য পূর্বের দলিলসমূহ |
সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিস |
সি.এস. পর্চা/খতিয়ান |
১৮৯০ সাল থেকে ১৯৪০ সাল পর্যন্ত ভূমি জরিপের মাধ্যমে যে খতিয়ান প্রস্তুত হয়েছিল। জেলা ভিত্তিক এই জরিপ সম্পন্ন (১৮৯০-১৯৪০) হয়েছিল বলে এই খাতিয়ান কে ডি.এস.খতিয়ানও বলা হয়। |
ডেপুটি কালেক্টরের অফিস |
আর.এস পর্চা/খতিয়ান |
সি.এস.জরিপে (১৮৯০-১৯৪০) তৈরী করা রেকর্ড অর্থাৎ খতিয়ান ও নকশার অন্তর্ভুক্ত সম্পত্তির ক্ষেত্রে এ দীর্ঘ সময়ে ভোগ দখলের ক্ষেত্রে যে পরিবর্তন হয় তার হালনাগাদকরণের লক্ষ্যে এ সংশোধন কার্যক্রম গৃহীত হয়। |
ডেপুটি কালেক্টরের অফিস |
এস.এ.পর্চা খতিয়ান |
১৯৫৬ সাল হতে ১৯৬২ সাল এই সমযের পরিসরে একটি সংক্ষিপ্ত জরিপ কার্যক্রম হাতে নেয়া হয়। এই জরিপেকে এস.এ.জরিপ বলা হয়। এ জরিপে মালিক জামিদারের নাম, জমির বিবরণ সম্বলিত তালিকা প্রণয়ন এবং সকল মালিকের নামে হাতে লেখা খতিয়ান প্রস্তুত করা হয়। |
ডেপুটি কালেক্টরের অফিস |
বি.এস.পর্চা/খতিয়ান |
বর্তমানে খতিয়ান হালনাগাদ করার জন্য যে জরিপ চলছে |
ডেপুটি কালেক্টরের অফিস |
নামজারি খতিয়ান |
জমির মালিকানা পরিবর্তনের পর দাবীকারির নামে যে খতিয়ান সম্পাদিত হয়। |
সহকারী কমিশনার (ভুমি) অফিস |
ডি.সি.আর |
নামজারি হয়ে যাওয়ার পর যে ডকুমেন্ট দেওয়া হয়। |
সহকারী কমিশনার (ভুমি) অফিস |
কাবিননামা |
বিবাহ রেজিস্ট্রির দলিল |
কাজী অফিস |
ফৌজদারী মামলা কি?
ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের শান্ত-শৃঙ্খলা নষ্ট করার ফলে যে মামলা হয় সেগুলো ফৌজদারী মামলা।
ফৌজদারী মামলা সমুহ:
ফৌজদারী মামলা কোথায় ও কিভাবে করতে হয়?
আপনি বা আপনার প্রতিবেশীর সাথে ফৌজদারী অপরাধ সংঘটিত হলে যা করতে পারেন-
ফৌজদারী মামলার ধাপ সমুহঃ
১. এজাহার বা নালিশ দায়ের;
২. ম্যাজিষ্ট্রেট এর কাছে উপস্থাপন;
৩. তদন্ত;
৪. ফাইনাল রিপোর্ট বা চার্জশীট;
৫. নারাজী দরখাস্ত/চার্জ শুনানী;
৬. অব্যাহতি/চার্জ গঠন;
৭. দোষ স্বীকার এবং শাস্তি
৭ (ক). শুনানী, স্বাক্ষগ্রহণ ও যুক্তিতর্ক;
৮. খালাস/শাস্তি
ফৌজদারী মামলার ক্ষেত্রে জেলা লিগ্যাল এইড অফিস সরকারি খরচে কি কি সহায়তা প্রদান করে?
যাদের বাৎসরিক আয় ১০০,০০০/- ( এক লক্ষ ) টাকার বেশি নয় তারা জেলা লিগ্যাল এইড অফিস থেকে বিনামূল্যে যেসব সহায়তা পাবেন-
কারাগারে আটক ব্যক্তিদের জন্য সরকারি আইন সহায়তা পাওয়ার উপায় কি?
কারাগারে আটক ব্যক্তিগণের জন্য জেলা কারাগার কর্তৃপক্ষের মাধ্যমে আইন সহায়তার আবেদন করতে হয়।
ফৌজদারী মামলার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রঃ
মামলার ধরণ |
প্রয়োজনীয় কাগজপত্র |
কোথায় পাওয়া যাবে |
ধর্ষণ |
মেডিকেল সার্টিফিকেট |
সরকার অনুমোদিত ডাক্তার/হাসপাতাল |
মারপিট |
মেডিকেল সার্টিফিকেট |
সরকার অনুমোদিত ডাক্তার/হাসপাতাল |
প্রতারণা |
জাল দলিল, সনদ, কোন অবৈধ অঙ্গীকার/বায়নানামা |
- |
মানহানি |
প্রকাশনা, যেমন: পত্রিকা, সি.ডি, পোস্টার |
- |
যৌতুক |
কাবিননামা |
কাজী অফিস |
যৌতুকের জন্য নির্যাতন |
মেডিকেল সার্টিফিকেট |
সরকার অনুমোদিত ডাক্তার/হাসপাতাল |
খুন, আঘাত, ধর্ষণ, আত্নহত্যার চেষ্টা |
ফরেনসিক রিপোর্ট, ময়না তদন্তের রিপোর্ট, সুরতহাল রিপোর্ট |
- |
কারাগারে আটক ব্যক্তিদের মামলার ক্ষেত্রে |
এজাহার/নালিশী দরখাস্তের নকল, চালান(ফরোয়াডিং)প্রতিবেদন, পুলিশ রিপোর্ট (খসড়া মানচিত্র, সুচিপত্র, জব্দ তালিকা), মেডিকেল সার্টিফিকেট, পূর্বেকার আদেশের কপি ( মিসকেস এর ক্ষেত্রে) |
যে কোর্টে মামলা, জি.আর.ও.সেকশন |
সরকারি খরচে আইনী সহায়তা প্রার্থীদের জন্য যেসকল কাগজপত্র প্রয়োজনঃ
জমি-জমা সংক্রান্ত মামলার ক্ষেত্রে সম্ভাব্য প্রয়োজনীয় কাগজ-পত্রঃ
পারিবারিক মামলার ক্ষেত্রে সম্ভাব্য প্রয়োজনীয় কাগজ-পত্রঃ
ফৌজদারী/ নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলার ক্ষেত্রে সম্ভাব্য প্রয়োজনীয় কাগজ-পত্রঃ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস